ফরিদপুরের নগরকান্দায় ২১আগষ্ট বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ২০০৪ সনের ২১ আগষ্ট পল্টনে দলীয় কার্যালয়ের সামনে হত্যার উদ্দেশ্য চালানো বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফি অনুষ্ঠিত হয়। সেই গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রানে বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সহসর্মিনী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এর মাতা ততকালীন মহিলা লীগের সভানেত্রী আইভী রহমানসহ বেশ কয়েকজন নিহত হয়। আহত হয় অসংখ্য নেতা কর্মী। তাদের স্বরণে শনিবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমি’র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সচিব শফিউদ্দিন আহম্মদ, সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা ফারজানা খান রিনি, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, ফুলসূতী ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, ডাংগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, পৌর কাউন্সিলর বৃন্দ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্কাস আলীসহ আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।