কবি গোলাম মোহাম্মদ সংসদের আয়োজনে গত ২২ আগস্ট ২০২১ রবিবার, রাত ৯.০০টায় গোলাম মোহাম্মদ স্মরণে ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়। মাহবুব মুকুলের সঞ্চালনায়, যাকিউল হক জাকি’র সভাপতিত্বে অনুষ্ঠানেস্বাগত বক্তব্য রাখেন গোলাম মোহাম্মদ সংসদের সভাপতি ইয়াসিন মাহমুদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ড. কামরুল হাসান। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, কবি শরীফ আবদুল গোফরান, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, সাংবাদিক শাহীন হাসনাত, মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাতুল্লাহ টুটুল, কবিপুত্র সুহাইম আদনান প্রমুখ। কবির কবিতা থেকে আবৃত্তি করেন- নির্ঝর আহমেদ প্লাবন,সৈয়দ আল জাবের। গান পরিবেশন করেন- শিল্পী মশিউর রহমান, লিটন হাফিজ চৌধুরী, মেহজাবিন। কবিকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করেন- ওয়াহিদ আল হাসান, ওয়াহিদ জামান, হাসান রুহুল।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন- বিশ্বাস একটি জীবনের প্রতিফলন। কবি গোলাম মোহাম্মদের লেখায় তার বিশ্বাসের উপমা ফুটে উঠেছে। জীবনবোধ, জীবনাচরণ ও জীবনের লক্ষ্যকে স্পষ্ট করে তুলেছেন তার লেখনিতে। কবি স্বল্পায়ু পেয়ে যে সাহিত্য সম্ভার আমাদের মাঝে রেখে গেছেনতা মহামূল্যবান এবং জাতির জন্য অনিবার্য। কবিকে পাঠ ও চর্চা করার উদাত্ত আহ্বান জানান অতিথিরা। কবির অপ্রকাশিত রচনাবলি প্রকাশের ব্যাপারেও উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।