বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সন্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান এর সভাপতিত্বে আলোচনা শুর করা হয়। সঞ্চালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পবিত্র কোরআন তেলোয়াত করেন মশিউর রহমান ও গীতাপাঠ করেন উজ্জ্বল চক্রবর্তী। এসময় মুক্ত আলোচনায় অংশ নেন- শাহীন, আর টিভির প্রতিনিধি ফেরদৌস জুয়েল, মাছরাঙা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি উত্তম সরকার, বৈশালী টিভির এসএম বিপ্লব ইসলাম, দৃিক নিউজের প্রতিনিধি কুদ্দুস আলম, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, দৈনিক নতুন দিন প্রতিনিধি সঞ্জয় সাহা,আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, মানবকন্ঠের প্রতিনিধি আব্দুস ছাত্তার, ডিবিসির প্রতিনিধি রিক্তু প্রসাদ, দৈনিক খবরপত্র ষ্টাফ রিপোর্টার আমিনুর রহমান,সিএন এন টিভির প্রতিনিধি ফারহান শেখসহ অনেকে। বিভিন্ন তথ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মতস্য অধিদপ্তর এর ক্ষেত্র সহকারী শহিদুল ইসলাম। এছাড়াও সাদুল্লাপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।