“বেশী বেশী মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর ২০২১ জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর নবী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইনুদ্দিন হক, ক্ষেত্র সহকারি সাজেদুর রহমান ও নিয়ামুল হক, ধীরেন প্রমুখ। মৎস্য কর্মকর্তা বলেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কর্মসূচীগুলো হচ্ছে মাইকিং করা, পোনামাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন। মৎস্য চাষীদেরকে পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি ও মাটি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ, ভিডিও কনফারেন্সিং এর তিঁনি বলেন মাছ চাষকে অধিক লাভজনক করার জন্য উপজেলার ৩৮৪০টি পুকুরেই ইয়ারেটর স্থাপনের লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে ৬০টি বড় বড় পুকুরে ইয়ারেটর স্থাপন করা হয়েছে।