‘‘বেশি বেশি মাছ চাষ করি- বেকারত্ব দূর করি’’ এ শেলাগানকে কন্ঠে ধারাণ করে শনিবার থেকে সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সপ্তাহ শুরুর ১মদিন সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নিটক সাপ্তাহিক কর্মপরিকল্পনার জানান দিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল। ২য় দিন রোববার সকালে উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে সেনবাগ উপজেলা পরিষদ পুকুরে মাছ পোনা অবমুক্ত করণ করেন প্রধান অতিথি সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, পল্লি উন্নয়ন কর্মকর্তা হাছিনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষীরা। এরপরে নির্বাহী অফিসারের কার্যলয়ে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়য়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।