নীলফামারীর ডিমলায় ইউএনও জয়শ্রী রানী রায় কে বদলিজনিত কারনে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জানালো ডিমলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। জয়শ্রী রানী রায় ডিমলা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব নেয়ার পর দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার সকল শ্রেনীর মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করায় ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। তিনি ডিমলা উপজেলা পরিষদের ব্যাপক উন্নয়ন করে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলেছেন। সে কারনেই তার বিদায় বেলায় বৃহস্পতিবার সকালে ডিমলা প্রেসক্লাবের আয়োজনে তাকে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনার আয়োজনে ডিমলা প্রেসক্লাবের সংবাদ কর্মিরা আবেগাপ্লুত হয়ে তাকে অশ্রুসিক্ত বিদায় জানান। এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, সহসভাপতি ময়েন কবীর। ইউএনও জয়শ্রী রানী রায় তার বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য ২০১৯ সালের ২৬ শে ডিসেম্বর ডিমলার ইউএনও হিসেবে যোগদান করেন জয়শ্রী রানী রায়। পদোন্নতী পেয়ে আগামি ৮ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করবেন তিনি।