আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট নালিতাবাড়ি শেষ সীমানায় ৩ একর ৬৫ শতাংশ ধানের জমি ট্রাক্টর দিয়ে হাল চাষ করে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জানা যায় গত বুধবার ময়মনসিংহ আদালতে হাজিরা দিতে যায় হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের রুহি পাগারিয়া গ্রামের কাজী আব্দুল্লাহ সাঈদ ও তার পরিবারের লোকজন। একই তারিখে আদালতে হাজিরা দেন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা বাগিচা পুর গ্রামের প্রতিপক্ষ হাজী সাইফুল ইসলাম। এই সুযোগে সাইফুল ইসলামের ভাই সুলতানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে আব্দুল্লাহ সাঈদের রোপন করা ফসলি জমিতে ট্রাক্টর লাগিয়ে হাল চাষ করে ধানের ক্ষেত নষ্ট করে দেওয়া হয়। এ বিষয়ে আব্দুুল্লাহ সাঈদ এই প্রতিবেদককে জানান, তার ছেলে আসিফ মোহাম্মদ জাকারিয়ার নামে তিন একর ৬৫ শতাংশ ভূমি ক্রয় করেন নালিতাবাড়ি উপজেলা বাগিচা পুর গ্রামে ফৌজিয়া খাতুনের কাছ থেকে। জমি ক্রয়ের পর থেকেই উক্ত ভূমি নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে মামলা মোকদ্দমা। তারই জের হিসেবে আমার ছেলের ৩ একর ৬৫ শতাংশ ফসলী জমি নষ্ট করে কয়েক লক্ষটাকার ক্ষয়ক্ষতি করে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচেছ বলেও তিনি জানান। এদিকে হাজী সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইনটি কেটে দেন এবং এই বিষয়ে কথা বলতে নারাজ। এরপর বার বার ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, হাজী সাইফুল ইসলাম এর ভাই সুলতান মিয়ার নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল ট্রাক্টর দিয়ে আব্দুল্লাহ সাঈদের রোপন করা ধান ট্রাক্টর দিয়ে হালচাষ করে গুড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা। যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ি সংর্ঘষ। চলছে যেতে পারে কয়কটি তাজা প্রান, এমনটাই ধারনা করছেন তারা।