সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে ঐ এলাকার প্রভাবশালী নুরইসলাম। আবাদী জমিসহ বসত বাড়ি ভাঙ্গনের মুখে। উপজেলা প্রশাসনকে অভিযেগ করেও কোন প্রতিকার পাচ্ছেনা এলাকাবাসী। জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের হুরাসাগর নদীতে হেজুলতলা নামক স্থানে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে দিন রাত বালু উত্তোলন করে বিক্রি করছে পোরজনা ইউনিয়নের বালু খেকো প্রভাব শালী নুর ইসলাম।ফলে হেজুলতলা হুরাসাগর নদীর পাশে থাকা আবাদী জমী ও বসত বাড়ি ভাঙ্গনের মুখে পরেছে। এ ঘটনায় এলাকাবাসী নুর ইসলামকে বালু উত্তোলনে নিষেধ করলেও তার তোয়াক্কা না করে নীজ ক্ষমতা বলে বালু উত্তোলন করেই চলেছে। এলাকাবাসী পরে শাহজাদপুর সহকারি কমিশনার( ভূমি) লিয়াকত সালমানকে অভিযোগ করলেও তার কোন প্রতিকার পাচ্ছেনা এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী দিশেহারা হয়ে পরেছে। শাহজাদপুর হুরাসাগর নদী বালু মহল না হওয়া সত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করায় এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমানকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, আমার কাছে অভিযোগ করেছে তবে বালু মহলের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার। তিনি আমাকে নির্দেশ দিলে আমি ব্যাবস্থা গ্রহন করবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা কে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বালু উত্তোলন বন্ধ করার কথা বললেও গত তিন দিনেও তা বন্ধ হয়নি। কোন ক্ষমতা বলে অবৈধভাবে বালু উত্তোলন করছে আর প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে এ প্রশ্নই এখন ঘুর পাক খাচ্ছে এলাকাবাসীর মনে।