সিরাজগঞ্জের চৌহালীতে নদী ভাঙন ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন (চৌহালী-বেলকুচি)আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল। দুর্গম ঘোষিত চৌহালী উপজেলার অবহেলিত জনপদ চরাঞ্চলের উমারপুর ইউনিয়নের নদী ভাঙন ও বন্যার্তদের মাঝে-(ত্রাণ ও দূর্যোগ) মন্ত্রানালয়ের উদ্যোগে ৬ শ পরিবারের মাঝে নগদ ৫ শত টাকা ও উন্নত মানের চাউল,ডাল, তৈল, আলু লবন সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উমারপুর ইউপি কার্যালয় থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) মোঃ আনিসুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার (ওসি) রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উমারপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও পল্লী সঞ্চয় ব্যাংক চৌহালী শাখার ম্যানেজার মো: সাজেদুল ইসলাম ও উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, উমারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ রাজ্জাক, সম্পাদক হেলাল বি,এস,সি প্রমূখ। এদিকে (চৌহালী-বেলকুচি) আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল বলেন চৌহালীর খতিগ্রস্ত সকল ইউনিয়নে পর্যায়ক্রমে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।