সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে অনেক প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত শত ভাগ বয়স্ক ও বিধবা ভাতার আওতায় আনা হলেও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় সকল ইউনিয়নে অনেক প্রতিবন্ধী রয়েছে ভাতা বঞ্চিত।এদের সাথে কথা বলে জানা যায় স্থানীয় মেম্বার বা নেতাদের আর্থিক ভাবে খুশি করতে না পারায় ভাতা সুবিধা পায়নি তারা।এদের মাঝে মৌলভীর চর চার নম্বর পাড়ার প্রতিবন্ধী শামীম হাসান(৪২) মতে মেম্বারের পিছনে ঘুরে অতিষ্ঠ তিনি, একই ভাবে পঙ্গু পায়ের চামড়া ক্ষয় করেছে সাব্বির হোসেন(১২) ও তার বাবা শফি আলম।সানন্দবাড়ী লম্বা পাড়া বালু চর গ্রামের প্রতিবন্ধী রিফাত(১২) এর দাদা আঃ মান্নান জানান আমরা রাজিবপুরের সংকর মাদবপুর থেকে নদী ভাঙ্গনের ফলে সহায়সম্বল হারিয়ে এখানে ঠাঁই নিয়েছি, এই ইউনিয়নের ভোটার না হওয়ায় আমার নাতীর নাম দেয় নি, একই গ্রামের কোরবান আলীর পুত্র লাভলু(২৬) জানান আমি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও টাকার জন্য নাম পাইনি।এদিকে উত্তর লংকার চর গ্রামের মনির হোসেনের মেয়ে শারীরিক প্রতিবন্ধী আমিনা(৮)’র ভাতা কার্টে নাম ওঠেনি টাকার অভাবে। অজানা কারণে সরকারের যুগান্তকারী প্রতিবন্ধী সুবিধা হতে বঞ্চিত সানন্দবাড়ী নবীনাবাদ গ্রামের শবজাল হোসেনের পুত্র সোলাইমান(১২) ও সবুজ পাড়া গ্রামের শ্রী সীতা রাম এর পুত্র শী জঞ্জালু(৩৭)। এ ব্যাপারে সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন জানান গত ২০১৯-২০২০ অর্থ বছরে প্রতিবন্ধীদের কোন কাজ করা হয়নি,তাই অনেক প্রতিবন্ধী ভাতা বঞ্চিত,আসছে সময়ে বাংলাদেশে কোথাও কোনো প্রতিবন্ধী ভাতা বঞ্চিত থাকবেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com