ধানের বীজ কিনে প্রতারিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন ঝিনাইদহের সাত কৃষক। অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। সুচন্দন মন্ডল জানান, শহরের অগ্নিবীণা সড়কের শহিদ বীজ ভান্ডার থেকে চলতি মৌসুমে আবাদের জন্য স্বর্ণা ধানের বীজ কিনে প্রতারিত হন সাত কৃষক। বিষয়টি নিয়ে গত ১৮ আগস্ট তারা অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মতামত চাইলে স্বর্ণা ধানের এ জাতটি অবৈধ বলে বিবেচিত হয়।অভিযোগ শুনানি শেষে সত্যতা প্রমাণিত হয়। পরে ভুক্তভোগী কৃষকরা বিঘা প্রতি ৯ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, অভিযোগ মীমাংসার মাধ্যমে ওই সাত কৃষককে ২৫ বিঘা জমির জন্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেয় শহিদ বীজ ভান্ডার। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জনাব আলী, আজিজার মন্ডল, আতিয়ার রহমান, নুজির আলী খাঁ, সজল হোসেন, আকাশ মিয়া, লিমন হোসেন।