রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

মতলব উত্তরে দেড় বছর পর স্কুলে এসে আনন্দিত শিক্ষক শিক্ষার্থীরা

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর খুলেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সকল স্কুল কলেজ। স্কুলে এসে বেশ আনন্দিত শিক্ষক ও শিক্ষার্থীরা। স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ওটারচর উচ্চ বিদ্যালয়, ছেঙ্গারচর প্রাথমিক বিদ্যালয় ও আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা স্কুলে এসে ক্লাসে অংশগ্রহণ করেছে। শিক্ষকরাও আনন্দের ক্লাস পরিচালনা করছেন। দীর্ঘ দেড় বছর পরে স্কুলে এসে আনন্দিত হয়েছে তারা। শিক্ষার্থীরা জানায়, বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে তারা। অনেক দিন পরে স্কুলে এসে বেশ প্রফুল্ল শিক্ষার্থীরা। ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ বলেন, দেড় বছরে আমরা জিমিয়ে পড়েছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চালিয়ে যাব। শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ক্লাস চলবে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়ালী উল্লাহ জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ ভালো। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com