সারা দেশের ন্যায় রাজশাহীতেও স্বাস্থ্যবিধি এবং সরকারের নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথারীতি ক্লাস শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর ঐতিহ্যবাহী সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় স্বাস্থ্য বিধি মেনে ১২ সেপ্টেম্বর শিক্ষা কার্যক্রম চালু হলো। প্রতিষ্ঠানটির সুযোগ্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটেশনসহ করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের পরামর্শ ও নির্দেশনা প্রদান করছেন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সংক্রমন রোধ সংক্রান্ত ব্যানার সাঁটানো হয়।