“ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং প্রাণিসম্পদ মাঠ স্কুল বাস্তবায়নে শীর্ষক ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল নয়টায় সীতাকুণ্ডস্থ ইপসা কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ রেয়াজুল হক। সীতাকুণ্ড উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ অফিসার ডাঃ শাহজালাল মুহাম্মদ ইউনুছ এর পরিচালনায় প্রশিক্ষক ছিলেন সিভাসু চট্টগ্রাম অধ্যাপক আশরাফ আলী, চট্টগ্রামের উপ-পরিচালক(এপি) ডাঃ দেলোয়ার হোসেন, সীতাকুণ্ডস্থ সরকারি হাঁস-মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এর উপ-পরিচালক ডাঃ আতিয়ার রহমান। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প উপ-পরিচালক ডাঃ মোঃ মোজাম্মেল হক, মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.শ্যামল চন্দ্র পোদ্দার, সন্ধীপ উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ আলী আজম, সীতাকুণ্ড উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ অফিসার ডা. শাহজালাল মোঃ ইউনুছ, মিরসরাই উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে সীতাকুণ্ড, মিরসরাই, সন্ধীপ, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। সীতাকুণ্ড উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ অফিসার ডাঃ শাহজালাল মুহাম্মদ ইউনুছ বলেন, ৩ দিনের আবাসিক প্রশিক্ষণে ৫ উপজেলার বাচাইকৃত সিজিএফদের হাতে-কলমে ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ১৭ সেপ্টেম্বর প্রশিক্ষণের সমাপনী দিনে সকল প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হবে।