এসবিএসি ব্যাংক পিএলসি.’র বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন ২০২৫-এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোখলেসুর রহমান। শনিবার ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজধানীর ল্যা মেরিডিয়ান হোটেলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ হেলালউদ্দিন, মোঃ এমদাদুল হক ও মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমুদ্দৌলা। সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০২৪ সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ছয়শ’ কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৭৬৮ কোটি টাকা। এবছরে পরিচালন মুনাফা হয়েছে ৩০১ কোটি টাকা; যা এর আগের বছরে ছিল ২১০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৮২৪ কোটি টাকা।
সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাতে গত কয়েক বছরে চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখেও এসবিএসি ব্যাংক তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংকে কোনো তারল্য সমস্যা হয়নি, গ্রাহকরা তাদেও চাহিদামতো অর্থ উত্তোলন করতে পেরেছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করায় আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, পর্ষদের পক্ষ থেকেও আমরা সবধরণের নীতি ও কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা দিয়ে আসছি। আমরা মুনাফা অর্জনকে বড় কওে না দেখে, সুশাসন প্রতিষ্ঠা ও ব্যাংকিং নিয়মাচার পরিপালনের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি ব্যাংকের আমানত সুরক্ষা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ব্যাংকারদেও গতানুগতিক ধ্যানধারনা থেকে বেরিয়ে এসে ইনোভেটিভ আইডিয়া দিয়ে উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। যাতে সমাজে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমরা কৃষি, এসএমই, নারীউদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে দিতে চাই। পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও সমান গুরুত্বারোপ করতে হবে। আমাদেরকে গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, আমানতকারীরাই ব্যাংকের প্রকৃত মালিক, আমরা শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষায় আমানতদারিতার সঙ্গে কর্তব্য পালন করছি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ৯০টি শাখা ও ৩২টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩৭টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমরা গ্রাহকের চাহিদা বুঝে আমানত ও ঋণের প্রকল্পগুলো সাজিয়েছি। আমদানি-রফতানি কার্যক্রমেও এসবিএসি ব্যাংক ভূমিকা রাখছে। আমাদের সঙ্গে বিশ্বের ২০২টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং ব্যাংকিং রয়েছে। সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরাই সর্বাধিক পরিমাণের রেমিট্যান্স আহরণ করছি। গ্রাহককে সহজ ও দ্রুত লেনদেন সম্পাদনে মোবাইল ওয়ালেট বাংলাপে, অনলাইন ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড সেবা প্রদান করা হয়। নতুন বছরে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ, গুণগত ঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায় কার্যক্রম জোরদার করণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।