রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

শত্রু থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবব্ধভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

আল্লাহুম্মা আমীনে প্রকম্পিত ঢাকা
টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আখেরি মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি এবং কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এসময় দেশকে সকল প্রকার ষড়যন্ত্র এবং শত্রুর হাত থেকে রক্ষায় মহান রবের দরবারে চোখের পানিতে ভাসান দেশের আপামর মুসল্লিরা। গতকাল রোববার সকাল ৯টা ১২ মিনিট থেকে শুরু হওয়া এই মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন। দেশ এবং দেশের বাইরে থেকে আসা মুসল্লিরা এসময় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনা করেন।
মেনাজাতে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় বিশ্ব ইজতেমার ময়দান। এমনকি তুরাগ তীর ছাড়িয়ে মহাজনসমুদ্রে রূপ নেয় মুসলিম উম্মাহর কেন্দ্রীয় এই আয়োজনটি। মোনাজাতে অংশ নিয়ে সবাই খোদার ধ্যানে মগ্ন হন। এমনকি যারা তুরাগ তীর পর্যন্ত পৌঁছাতে পারেননি, তারা লাইভ শুনে দূর দূরান্ত থেকে মোনাজাতে অংশ নিয়েছেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই আয়োজনে তাবলীগ-জামাত বাংলাদেশের শীর্ষ ব্যক্তিত্ব এবং কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত চলাকালে তিনি বাংলাদেশকে সকল প্রকার শত্রুর হাত থেকে রক্ষার জন্য দোয়া প্রার্থনা করেন। এই মূলককে রক্ষায় আল্লাহর সাহায্য কামনা করেন। বিশ্বব্যাপী মুসলিমদের সকল প্রকার জুমুল নির্যাতনের প্রসঙ্গেও মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেন তিনি।এসময় সকল মুসলিম উম্মাহ দেশকে রক্ষায় আল্লাহর সাহায্য প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।
আখেরি মোনাজাতে লক্ষ লক্ষ ইসলামী ফরিয়াদীদের জনস্রোতে তিল ধারনের স্থান ছিল না। ভিভিআইপি এয়ারপোর্ট হতে শুরু করে দিয়াবাড়ি, আশুলিয়া, মিরপুর বেড়িবাঁধ পর্যন্ত দেখা যায় জনস্রোত। এমনকি বাসাবো-খিলগাঁও এলাকায়ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত ধরতে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু করেন। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের এ ইজতেমায় লাখো-লাখো মুসল্লি অংশ নিয়েছেন।
বিশ্ব ইজতেমার আল্লাহ আল্লাহ ধ্বনি প্রভাব ফেলেছে সামাজিক মাধ্যমেও। অনেকেই স্যোশাল মিডিয়ায় মোনাজাতেই সেই ভিডিও শেয়ার করে নানা রকম বার্তা তুলে ধরেন। ইসমাইল নামে একটি আইডি থেকে লেখেন, নিঃশ্বাস থাকতে
দেশের একমুঠো মাটিও বেহাত হতে দিব না। সালাম নামে একজন নেটিজেন লেখেন, আল্লাহর রহমতে আমার দেশে কোন শত্রুকে স্থান দেওয়া হবে না। সোয়াইব লেখেন, দালালেরা যতই চেষ্টা করুক এই দেশে একটু টোকাও লাগতে দিবো না।

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
টঙ্গী বশির আলম
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসুল্লি আকুতি জানান। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২মিনিট আখেরি মোনাজাত শুরু হয়। চলে দীর্ঘ ২৪ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব। মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লিদের
উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে ইজতেমা স্থলে আসেন। ৩০ জানুয়ারি বাদ মাগরিবের নামাজের পরই আম বয়ানের মাধ্যমে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এর দুদিন আগ থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। শুক্রবারের নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নামে। রাস্তায়ও নামাজ আদায় করেন। দুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন। প্রথম ধাপ রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়ছে। কাল দ্বিতীয় ধাপ শুরু হবে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে। যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com