বাংলাদেশ ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্যেগে সকল প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলীরা বাংলাদেশ ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের আত্বঘাতি উদ্যোগ বন্ধ ও ৪দফা দাবী দ্রত বাস্তবায়নের দাবীতে গতকাল বাগেরহাট অফিসার্স ক্লাবে মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। উক্ত সভায় বাগেরহাট জেলা ও সকল উপজেলার বিভিন্ন সংস্থায় কর্মরত সকল সদস্য প্রকৌশলী ও বিভিন্ন সরকারী বেশরকারী পলিটেকনিক ইনস্টিউিট ও টিএসসিতে কর্মরতসদস্য প্রকৌশলীরা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দরা অংশ গ্রহন করেন। বাগেরহাট ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার আহবায়ক মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো: আবু হুরায়রার সঞ্চালনায় ৪দফা দাবী আদায়ের লক্ষে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,আই ডিবি সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্বা মো: ইদরীস আলী।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেনিক এর সদস্য মো: রুহুল আমিন হাওলাদার, শিক্ষা প্রকৌশল এর সাধারন সম্পাদক ও যুগ্ন সদস্য সচীব মো: জাফর আলী শিকদার, বাপশিস এর মো: শরিফুল ইসলাম, আইডিবির কেন্দ্রীয় কাউন্সিলর মো: আলীমুজ্জামান, আইডিবির বাগেরহাট জেলা সভাপতি সভাপতি খন্দকার আব্দুস সালাম ও সদস্য সচীব মো: আলামীন খান। এসময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার শিক্ষা প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মো: জিল্লুর রহমান,ইডেন সফিউল আজম, এলজিইডির সহকারী প্রকৌশলী সভ্যসচী রায়, জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী মো: আওলাদ হোসেন, বিদুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাদ রহমান, রঞ্জন কুমার গুহ নির্বাহী প্রকৌশলী পৌরসভা,শিক্ষা প্রকৌল এর শেখ মেহেদী হাসান,মো: আরমান, মো: শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ এর মো: মতিউর রহমান, আশীষ রাহা,মো: বায়েজিদ হোসেন, (অব) প্রকৌশলী বিমল কুমার, মো: নজরুল ইসলাম, প্রমুখ। সভায় আগামীতে ৪ দফা দাবী আদায়ের লক্ষে প্রতিবাদ সমাবেশসহ কেন্দ্রীয় যেকোনো আন্দোলন সংগ্রামে সকলকে উপস্থিত থাকার জন্য উপস্থিত সকল সদস্যদের প্রতি আহব্বান জানান।