রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

মহেশখালীর উন্নয়ন কাজের অগ্রগতি কাজ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

সরকারের মেগা প্রকল্পের উন্নয়ন মূলক অগ্রগতি কাজ পরিদর্শনে মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সরকারের উ”চ পর্যায়ের প্রতিনিধিদল। ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ তাপ কেন্দ্রে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর নেতৃত্বে উ”চ পর্যায়ের প্রতিনিধিদল হেলিকপ্টার যোগে পৌঁছাছেন এবং বিকাল প্রায় পৌন ৫টার সময় একই ¯’ান ত্যাগ করেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পিত কাজগুলি খুব দ্রুতগতিতে সম্পন্ন করবেন বলে ব্রিফিং এ বলেন। এসময় উপ¯ি’ত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ শাফিনুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ, কোস্টগার্ডের উপ-পরিচালক কমোডর এনামুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আনিসুর রহমান, পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান এবিএম আজাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ হাবিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, পেট্রোবাংলা চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ, কক্সবাজার-২আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ন সচিব মোহাম্মদ জাফর আলম, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সেলিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃমামুনুর রশিদ,মহেশখালী কুতুবদিয়ার সার্কেল এএসপি জাহেদুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান,থানার ওসি আব্দুল হাই, সাংবাদিকবৃন্দ, মাতারবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জিএম ছমি উদ্দীন, বর্তমান চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ ও মাতারবাড়ী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম আবু হাইদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com