শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিলে প্রতি অর্থবছরে ২৬ হাজার কোটি টাকারও বেশি আয় হবে দাবি করেছে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’ নামের একটি সংগঠন। তারা বলছেন, এর ফলে বছরে বেতন খাতে জাতীয়করণকৃত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত কোনও অর্থ সরকারকে প্রদান করতে হবে না। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সংগঠন থেকে আয়োজিত এক মানববন্ধনে এই কথা বলা হয়।

সংগঠন থেকে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষাকে বর্তমানে জাতীয়করণ করতে লাগবে ২৫ শতাংশ উৎসব ভাতাকে শতভাগে উন্নীতকরণ, জাতীয় বেতন স্কেল ভিত্তিক ৪৫-৫০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান এবং ৫০০ টাকার মাসিক চিকিৎসা ভাতাকে মাসিক ১৫০০ টাকায় উন্নীতকরণ। এই খাতগুলোতে সরকারের বার্ষিক খরচ হবে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকা। সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে বর্তমান সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। তাই অতিসত্বর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হোক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com