ফেনীর আদালত ভবনের সামনে বিশাল আকৃতির একটি সামুদ্রিক বাগাইড় মাছ বিক্রির জন্য নিয়ে আসেন সামছুল হক নামে এক বিক্রেতা। ২৫ কেজি ওজনের মাছটির দাম হাঁকানো হয় ৩৫ হাজার টাকা। এসময় মাছটি দেখতে ভিড় জমান আশেপাশের মানুষ। গতকাল সোমবার (১১ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গনে বিক্রির জন্য নিয়ে আসা হয় মাছটি। মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমালেও কেউ কিনতে পারেননি। পরে মাছটি বিক্রির জন্য অন্য বাজারে নিয়ে যাওয়া হয়।
মাছ বিক্রেতা সামছুল হক জানান, তিনি সিরাজগঞ্জের যমুনা নদী থেকে মাছটি ধরেছেন। কিন্তু সেখানে ন্যায্য মূল্য না পাওয়ায় বেশি লাভের আশায় মাছটি ফেনী নিয়ে আসেন তিনি। কিন্তু এখানে অনেক ক্রেতা থাকলেও কেউ কাঙ্ক্ষিত দাম বলেননি বলে জানান তিনি। তিনি বলেন, ‘মাছটি প্রতি কেজি ১৪০০ টাকা করে দাম চাওয়া হলেও ২৫ কেজির মাছটি একসঙ্গে কেউ নিতে চাইছে না।’ আবদুল মোতালেব নামের এক ক্রেতা জানান, মাছটির দাম চাওয়া হচ্ছে ৩৫ হাজার টাকা। কয়েকজন ভাগ করে নেয়ার শর্তে ২২ হাজার টাকা বলা হলেও কিনতে পারেননি।