বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

মাঝিহট্ট ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মির্জা এসকেনদার আলী সাহানা প্রচার প্রচারণায় এগিয়ে

মোহাম্মদ আলী বগুড়া :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

আগামী ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৫ নং মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজের প্রুতিশ্রূতি দিয়ে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে গণসংযোগ করেছেন। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার-সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মির্জা এসকেনদার আলী সাহানা ব্যাপক গণসংযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মির্জা এসকেনদার আলী সাহানা, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আকবর আলী তালুকদার সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর মন্ডল,সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আহসান হাবীব সবুজ ও খাঁজা ময়েন উদ্দীন।প্রাথীরা এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজের কথা বলে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মির্জা এসকেনদার আলী সাহানা, সকাল থেকে রাত পর্যন্ত অসহায়-দুস্থ মানুষের কাছে ছুটে যাচ্ছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন এমনকি তাদের আর্থিক সাহায্য সহোযাগিতা করে চলেছেন। তিনি এলাকায় নিবেদিত প্রাণ। দুস্থ ও অসহায়দের অত্যন্ত কাছের এ মানুষটি জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন, সকলের ভালো বাসা ও সহযোগিতায় আমার ইউনিয়নে উন্নয়ন মূলক কাজ করব। আমি আমার ইউনিয়ন বাসির দোরগোড়ায় কাক্খিত সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি আগামীতেও অব্যহত থাকবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকব সর্বদা। দলমত নির্বিশেষে ভোটারদের কাছে গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তৃণমূলের কর্মীরাও। স্থানীয় বেলাল হোসেন বলেন, তরুণ ও যুবকদের কাছে ক্লিন ইমেজের চেয়ারম্যান প্রার্থী সাহানা। তিনি সর্বস্তরের জনগণ খোঁজখবর রাখেন। জনগণের আস্থা গড়তে সফল এবং এই সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাহানার কোন বিকল্প নেই। তিনি সব সময় জনগণের পাশে থেকে সেবা করেছেন। আর্ত-মানবতায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয় তিনি করোনাকালীন সময় ইউনিয়নের দু:স্থ জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন। তার নিজস্ব অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেছেন। এলাকায় শিক্ষা-ক্রিয়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ব্যাপক অবদান রয়েছে। তিনি তার নির্বাচনি এলাকায় প্রতিনিয়তই ভোটারদের সঙ্গে কূশল বিনিময় করে গনসংযোগ করেছেন। স্থানীয়রা বলছেন,চেয়ারম্যান প্রার্থী সাহানা যেখানে জনসংযোগে যাচ্ছে, সেখানেই গণজোয়ার হচ্ছে। আমি আমার ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে সুন্দর করে ঢেলে সাজাতে চাই। আমার ইউনিয়নে দিনরাত অকান্ত পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছি। মহামারী করোনায় মাস্ক বিতরণ এবং করোনা সতেচনতায় র‌্যালি করেছি প্রচার-প্রচারণা এখনও করে যাচ্ছি। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় আমি মানুষের সেবা করতে চাই। এলাকায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার ব্যাপারে সমাজসেবা আফিসারের সহযোগিতায় অনেকেরই কার্ড করে দিয়েছি। পরিশেষে তিনি বলেন তিনি আরো বলেন, আগামী ১১ নভেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিয় ভোটে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তবে, আমার ইউনিয়নে শিক্ষার প্রসার ঘটিয়ে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com