চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো’র উদ্যোগে পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিাবর নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র মিলনায়তনে এ পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনর রিভাইভ প্রকল্পের সহযোগীতা করেছেন এ্যাম্বাসী অব সুইজারল্যান্ড এবং হেক্সইপার। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসে মো. শামীম, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডাসকো রিভাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার আলতাব হোসেন। কর্মশালায় রিভাইভ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সহনশীল বিষয়ে বক্তব্য রাখেন ডাসকোর রিভাইভ প্রকল্পের স্বমন্বয়কারী শ্রী নারায়ন চন্দ্র। অনুষ্ঠানে নাচোল, কসবা ও নেজামপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণসহ আদিবাসী নেতা, ডাসকো ফাউন্ডেশনের অন্যান্য সহযোগী সংগঠনের কর্মকর্তা/কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।