গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি’র ৬৩তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আওড়াখালী বাজার রাসেল মার্কেটে ইউনিয়ন যুবলীগের সভাপতি মীর মুনজারিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজিমউদ্দিন খোকা, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, জাংগালীয়া ইউনিয়ন আ’লীগের সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশিউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ দর্জি প্রমূখ। উল্লেখ্য ঃ ২ নভেম্বর ১৯৫৯ সালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মেহের আফরোজ চুমকি এমপি। তিনি ৬২ বছর পেরিয়ে ৬৩ বছরে পা রাখলেন কালীগঞ্জের শান্তিকন্যা হিসেবে খ্যাত মেহের আফরোজ চুমকি এমপি। সদা হাস্যময়ী এই মানুষটি দীর্ঘজীবি হউক এবং দেশ ও জাতীর কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করুক এ প্রত্যাশা কালীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের। বর্তমানে তিনি কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর -৫ আসন এমপি হিসাবে দায়িত্ব পালন করছেন।