ফরিদপুরের নগরকান্দায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি’র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- কমিটির সদস্য মোঃ শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান মাতুব্বর, চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কাউন্সিলর জালাল সরদার, জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান নিকো, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলু, লিয়াকত হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা যুবলীগের সহ- সভাপতি আফজাল হোসেন, যুবলীগ নেতা ফরিদ হোসেন মাতুব্বর, বাবুল হোসেন, শামীম হোসেন, সাবেক ছাত্র লীগের সভাপতি মীর আল আমিন বাবুসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃ ব্ন্দৃ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের মধ্যে জাতীয় চার নেতা সাবেক রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোঃ কামরুজ্জামান ও ক্যাপ্টেন মুনসুর আলীকে জেলের মধ্যেই নৃশংস ভাবে হত্যা করে দোসররা। প্রতি বছর ৩ নভেম্বর জাতীয় চার নেতার স্বরনেই ঐতিহাসিক জেল হত্যা দিবস নামেই রাষ্ট্রীয় ভাবে এ দিবস পালিত হয়ে আসছে।