বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

দিনাজপুরের ঐত্যিহাবী প্রেসক্লাব ‘‘ফুলবাড়ী প্রেসক্লাব’’ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। গতকাল ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, দৈনিক দেশ‘মা পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স ও সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ,সাংগঠনিক সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু,সাংবাদিক রজব আলী প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার শাদাৎ, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক হারুন উর রশীদ, কোষাধ্যক্ষ দৈনিক আনন্দ কুমার গুপ্ত, আইটি সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল-হেলাল প্রমূখ। সভার শুরুতে ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউল্লাহ আনসারী আতা, সাবেক সভাপতি ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, সাবেক কোষাধ্যক্ষ কমল গোস্মামী বাবু, সাবেক সাহিত্য সম্পাদক বিশ্বক্ষেতু বর্মন, সাবেক সদস্য নমির উদ্দিন বাতাসু ও সাবেক সদস্য তন্ময় কুমার গুপ্ত মিমো এর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। শেষে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com