বুধবার, ২২ মে ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
আজ বাজারে আসছে নওগাঁর আম ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা! মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন একটি মুক্তিযুদ্ধের দরকার জামালপুরে সভায় বক্তারা কালীগঞ্জে এমপি আনারের সন্ধ্যান ও সুস্থতা কামনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দোয়ার আয়োজন গলাচিপা উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট তারাকান্দা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করছেন জোবায়ের হোসেন বাগেরহাটে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ফরিদগঞ্জে ভোট বর্জনের আহব্বানে মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল রাইসির জানাজায় মানুষের ঢল

সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

নীলফামারীর সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস – ২০২১ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও এক আলোচনা সভায় আয়োজন করা হয়। সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের কার্যালয় চত্বরে দিবসের এবারের প্রতিপাদ্য “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য্যব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর সরারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ। আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি মুজিবুল হক, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. রোস্তম আলী ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ সপে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (ইনচার্জ) মো. মমিনুল ইসলাম প্রমূখ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সৈয়দপুর সাংগঠনিক শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মুক্তিযোদ্ধা মো. মোনায়মুল হক। পুরো আলোচনা সভাটি সঞ্চালনা করেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক শাখার গবেষণা ও আইসিটি সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. তহিদুল ইসলাম। পরে সেখানে প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম বেলুন ও কবুতর উড়িয়ে গণপ্রকৌশলী দিবস-২০২১ ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। শোভাযাত্রাটি আইডিইবির সাহেবপাড়াস্থ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার বিপুল সংখ্যক সদস্য বৃন্দঅংশ নেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা এক মিনিট পালন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও আইডিইবির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com