মুজিববর্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপনের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে নিজ ইউনিয়নে নিজ উদ্যোগে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বানে বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১২ হাজার বৃক্ষরোপন করেছেন নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান। এছাড়া ওই মানুষটি দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন দল মত নির্বেশেষে সকল জনসাধারনের জন্য। শুধু দিনে নয়; রাতের অন্ধকারেও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ত্রান সামগ্রী বিতরন করেন। এলাকায় ব্যাপক সবুজায়নের জন্য তাকে সবুজের ফেরিওয়ালাও বলেন অনেকে। এলাকায় খুবই জনপ্রিয় এ মহৎ ব্যক্তি বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কবরস্থান শ্মশান, সরকারী ও বেসরকারী অফিস, রাস্তার মোড়সহ রাস্তার দুইপাশে বৃক্ষরোপন করেন। যা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং বৃক্ষরোপন এখনও চলমান রয়েছে। রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান বলেন, সারাজীবনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, জননেন্ত্রীর আহব্বানে এবং বৃক্ষের প্রতি ভালবাসায় দুই লাখ গাছ রোপন করতে চান। সবুজের এ ফেরিওয়ালা আরিফুর রহমান বিভিন্ন সময় সামাজিক কর্মকান্ড যেমন রাস্তা ও সাকো নির্মান, বন্যায় ত্রান বিতরন, সুপেয় পানির ব্যাবস্থাসহ সব রকম সামাজিক কর্মকান্ড করে থাকেন। সমাজে তিনি সব সময় ভালো কাজ করেন। আর গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। গাছ সকলের বন্ধু। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগতভাবে গাছগুলো রোপন করেছেন। তিনি এ ধারা অব্যাহত রাখবেন।