নওগাঁয় সারাদেশের মত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করতে দেখা গেছে। বহুদিন পর পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যান শাখা সূত্রে জানা গেছে এ বার নওগাঁ জেলায় এসএসসি পরীক্ষায় ৩৯টি কেন্দ্রে ২৫ হাজার ১শ ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এদিকে দাখিল পরীক্ষায় জেলার ১৪টি কেন্দ্রে মোট ৬ হাজার ৪শ ৪১ জন পরীক্ষার্থী এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৮টি কেন্দ্রে ২ হাজার ১শ ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। পরীক্ষা কন্ট্্েরালরুমসূত্রে জানা গেছে প্রথমদিনে এসএসসি পরীক্ষর্থীদের পদার্থ বিদ্যা, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের পদার্থ বিদ্যা এবং দখিল পরীক্ষার্থীদের কোরান মজিদ/তাজভিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ বলেন-স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে জেলায় পরীক্ষা আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি বেঞ্চে দুজন করে পরীক্ষার্থী বসানো হবে। এছাড়াও সুষ্ঠু ও শান্তিুপূর্ন ভাবে পরীক্ষা সম্পন্নের জন্য ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। সম্পন্ন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।