কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচন কে সামনে রেখে সরব প্রার্থীরা। আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি বারেক আলী মোল্লা। জানা গেছে,এ ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ১৪ হাজার। তার মধ্যে সাড়ে ৭ হাজারই ব্রহ্মপুত্রের পূর্বপারে। তাই এপারেই নৌকার মাঝি চান চরাঞ্চলের সাধারণ ভোটারসহ তৃণমূলের নেতারা। তাদের চিন্তা ধারা চরাঞ্চলের দুঃখ-দুর্দশা চরাঞ্চলের মানুষই বোঝেন। তাই চরাঞ্চলে নৌকার চেয়ারম্যান হলে তুলনামূকভাবে বেশি উন্নয়ন হবে চরাঞ্চলবাসীর। ফলে গত কিছুদিন ধরে আ‘লীগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্নভাবে এ কথাটাই বোঝাতে চাইছেন তারা। তাদের একটাই দাবি পূর্বপাড়ে নৌকার প্রার্থী চাই। সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় তৃণমূলের ভোটে আলীগ মনোনীত নৌকা প্রতীকে মনোনয়নের জন্য বারেক আলী মোল্লাসহ মীর আব্দুর রশিদ ও লুৎফা প্রধানী?কে প্রার্থী বাছাই করা হয় । তাদের নাম উপজেলা ও জেলা নেতাদের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে। সাধারণ ভোটারদের নিকট তাদের তিন জনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ওমর আলী, তোফা উল্লাহ, ফরিদ মিয়া, হাবিব আহমেদসহ আরও অনেকে জানান, মীর আব্দুল রশিদ একটি ইট ভাটার ম্যানেজার। তার আত্মীয়-স্বজনরা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তেমন জনপ্রিয়তাও নেই তার। লুৎফা প্রধানী সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমাদের চরাঞ্চল থেকে প্রায় ২৩ কিঃমিঃ দুরে অবস্থান করেন তিনি। মাঝে মধ্যে চরাঞ্চলে আসেন। ফলে তার উপরও আমাদের আস্থা নেই। তিন জনের মধ্যে মো. আব্দুল বারীকে নৌকা প্রতীক দিলে নৌকার জয় ইনশাআল্লাহ নিশ্চিত হবে বলে জানান তারা। দীর্ঘদিন থেকে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে নৌকার পক্ষে আগাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া করোনাকালীন লকডাউনের সময় ও গত বন্যায় ইউনিয়নের প্রতিটি গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য এবং নগদ অর্থ বিতরণ করেছেন বলে জানা গেছে। ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিটা কর্মসূচি তিনি দায়িত্বের সঙ্গে পালন করেন। তিনি নির্বাচিত হলে আমাদের চরাঞ্চলের উন্নয়ন হবে। বারেক আলী মোল্লা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সোনার বাংলা উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।