রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : জামায়াত আমির মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ: আসিফ নজরুল শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব শ্রমিক অসন্তোষ দূর হলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো : আহসান খান চৌধুরী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন: রিজভী শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: নারীসহ ৩ জনের মৃত্যু

ফকিরহাটে অর্ধেক দামে পাওয়ার থ্রেসার ও রিপার মেশিন পেলো কৃষক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ফসল উৎপাদন অধিকতর সহজ এবং ব্যায় কমানোর জন্য গুরুত্ব আরোপ এবং কৃষিকে আধুনিক ও গতিশীল করতে ফসল চাষাবাদে ব্যবহৃত বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের’ আওতায় ৫০ শতাংশ উন্নয়ন সহায়তায় (ভতুর্কি) কৃষি যন্ত্রপাতি ক্রয়ে আগ্রহী কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার ও রিপার মেশিন বিতরণ করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিস। রবিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ২টি পাওয়ার থ্রেসার ও ৪টি রিপার মেশিনকৃষকদেরমাঝে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন সহ বিভিন্ন কৃষি কর্তকর্তাও কৃষকগন উপস্থিত ছিলেন। কৃষক শহিদ শেখ বলেন, এসব যন্ত্রের স্বতন্ত্র সুবিধা রয়েছে, যা ব্যবহার করলে কৃষকরা বর্তমান প্রচলিত সনাতন পদ্ধতিতে চাষাবাদের চেয়ে অধিক লাভবান হবে বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত জানান, রিপার মেশিন দ্বারা অল্প সময়ে অনেক জমির ধান ও গম কাটা যায়। এতে খরচ হয় অনেক কম। এছাড়া পাওয়ার থ্রেসার (স্টিয়ারিং মডেল) দ্বারা খুব কম সময়ে অধিক ধান মাড়াই করা যায়। খরচও হয় খুব কম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com