আবহমান কাল ধরে বাংলা অগ্রহায়ন মাস এলেই বাঙ্গালী জাতি নবান্ন উৎসবে মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নবান্ন উৎসব। সোমবার বিকেলে পিঠা উৎসব, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় ‘‘এসো মিলি সবে – নবান্নের উৎসবে’’ এই প্রতিপাদ্যে উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুর্শিদা আক্তার প্রভাষক সরকারি আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহবুবুর আলম, হিসাবরক্ষন কর্মকর্তা মো. নুরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমি সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক বিরেশ্বর চক্রবর্ত্তী প্রমুখ। বক্তারা বলেন, বাঙ্গালীর নানা ঐতিহ্যের মাধ্যমেই ফুটে উঠে বাংলা সংস্কৃতি। আবহমান কাল থেকেই পালিত হচ্ছে বাঙ্গালীর নানা উৎসব এর মধ্যে নবান্ন উৎসব অন্যতম। বর্তমান করোনা প্রেক্ষাপটে এ উৎসব পালনে সমস্যা থাকলেও বাঙ্গালী ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। পরিশেষে একাডেমির শিল্পীগন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।