ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে মহিলা আসামি সহ ৭ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া। সোমবার ১৫ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে জেলার আশুগঞ্জ থানাধীন বগইড় এলাকাস্থ হোটেল সুরমা ইন এর উত্তর পাশের্^ ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী ‘সোহাগ পরিবহন’ রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-৪২৫৬ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে, আসামিরা হলো: ১। শিবু চন্দ্র বর্মণ(৩৫) গ্রেফতার, পিতা- গোপাল চন্দ্র বর্মণ, সাং- নয়নপুর (বাজারের পূর্ব পাশের্^-৩নং ওয়ার্ড), ১০নং বায়েক ইউপি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। কামরুন্নাহার(২২) গ্রেফতার, পিতা- মোঃ কামাল হোসেন, মাতা- গুলনাহার বেগম, সাং- বাইয়ারা, মিয়াজী বাড়ি, পোঃ- বাইয়ারা, ইউপি- বাইয়ারা, থানা- লাঙ্গলকোট, জেলা- কুমিল্লা, ৩। মেঘনা আক্তার (১৯) গ্রেফতার, পিতা- মোঃ নুরু মিয়া, মাতা- রিপা আক্তার, সাং- চারুয়া উত্তর পাড়া, পোঃ- মন্দবাগ বাজার, ইউপি- বায়েক, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৪। সুমনা আক্তার(২০) গ্রেফতার, পিতা- মোঃ শাহিন মিয়া, মাতা- আছমা বেগম, সাং- বীরবাগবেড় পূর্ব পাড়া, পোঃ- চন্দনপুর, ইউপি- নাগের বাজার, থানা- বেলাব, জেলা- নরসিংদী ও ৫। চাঁদনী আক্তার(২০) গ্রেফতার, পিতা- মোঃ ফয়েজ আহাম্মেদ, মাতা- মৃত সাইফুল আক্তার, সাং- চাঙ্গিনী দক্ষিণ পাড়া, পোঃ- হালিমানগর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। আসামিদের দেহ তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপর এক অভিযানে, জেলার কসবা থানাধীন বালিয়াহুড়া এলাকাস্থ আসামিদের বসত ঘর তল্লাশী করে ১২ কেজি গাঁজা, ১৫ বোতল বিলাতী মদ ও নগদ ২২,১০০/- টাকা সহ স্বামী স্ত্রী ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়,ও ১ জন পালিয়ে যায়। আসামিরা হলো: ১। মোহাম্মদ আল আমিন(২৮) পিতা- কাশেম প্রকাশ আ: ছামাদ, ২। নাছিমা(২৬) গ্রেফতার, স্বামী- মোহাম্মদ আল আমিন ও ৩। আবুল হাশেম(৫০) পলাতক, পিতা- মৃত আলী মিয়া, সর্ব সাং- বালিয়াহুড়া, ৪নং ওয়ার্ড, ১০নং বায়েক ইউনিয়ন, পোঃ- সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।