২০ নভেম্বর শনিবার জেলা প্রসাশক চত্বরে সংঘের অস্থায়ী কার্যালয়ে প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার ২৭ তম বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যায়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান। গত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন প্রবীন হিতৈষী সংঘের সহ-সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল হক লিটু। সভার শুরুতে সমিতির সদস্য যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব মোর্কারম হোসেন খান। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন উপস্থিত সদস্য এ্যাডঃ আশরাফ সিদ্দিক, মোহাম্মদ নুরুল ইসলাম, ফসিউদ্দিন আহম্মেদ, ডাঃ রইছ উদ্দীন, সুলেখা বেগম। আলোচনা শেষে সদস্যরা হাত তুলে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ.কে.এম মেহেরুল্লাহ বাদল। সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী তার প্রতিবেদনে বলেন, প্রবীনরা সমাজের বোঝা নয় সম্পদ। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আমাদের। প্রবীনদের জন্য আমাদের দেশেও নীতিমালা পাশ হয়েছে। প্রবীনদের জন্য আলাদা আইডি কার্ড, হেলথ্ কার্ড, বাস-ট্রেনে (কম মূল্যে) আলাদা সিট বরাদ্দ ব্যবস্থার আইন থাকলেও সরকারি ভাবে এখনও তার বাস্তবায়ন হচ্ছে না। আশা করি আগামীতে প্রবীনদের জন্য পৃথক মন্ত্রনালয় গঠন হলে সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীনরা সর্বত্র রাষ্ট্রিয় সহযোগিতা পাবে। প্রবীনদের দক্ষতা-অভিজ্ঞতা দেশের ও সমাজের উন্নয়নের অপরিহার্য।