নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্র জানান, আগামি এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবার পূর্বে সকল শিক্ষার্থীকে টিকা গ্রহণের আওতায় আনার লক্ষে প্রথম দিনে ফাইজার প্রথম ডোজ প্রায় ৩শতাধিক শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল কলেজের শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হবে। শুধু কলেজের রেজিস্ট্রেশন কার্ডের ২কপি ফটোকপি দিয়ে এ টিকা গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। এদিকে এইচএসসি পরিক্ষার পূর্বে টিকা গ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে।