আন্তর্জাতিক মাক্স নিউট্রিশন প্রোগ্রাম নেদার ল্যান্ডস এর আর্থিক সহায়তায় দেশের বিভিন্ন দূর্গম প্রান্তিক এলাকা সমুহে স্বাস্থ্যকর গ্রাম প্রচারনা কর্মসুচীর আলোকে গলাচিপা উপজেলায় ঢাকা আহসানিয়া মিশনের বাস্থবায়নে ২০১৭ সাল থেকে ২০২১ ডিসেম্বর পর্যন্ত মাক্স নিউট্রিশন প্রোগ্রামের উপর উন্নয়ন কাজ বাস্ত বায়নে গলাচিপা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মঙ্গলবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাইল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:গোলাম মোস্তফা ,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ অলি উল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার আবু সুফিয়ান ইমরান ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিলটন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চলনের দায়িত্ব পালন করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক সাবিত জাহান ।কর্মশালায় বক্তারা –মাক্স নিউট্রিশন প্রোগ্রাম এর আওতায় গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে কর্মসুচী বাস্তবায়ন করেছে সে জন্য সংস্থার প্রতি উপস্থিত সকলের সন্তোষ প্রকাশ করেন। কর্মশালায় সহযোগিতা করেন ওয়াস গর্ভনর অপূর্ব পাল, ফিল্ড প্রকৌশলী ইব্রাহিম আমান। কর্মশালায় বিভিন্ন এন জি ও সরকারী কর্মকর্তা সুধি ও সমাজসেবক অংশগ্রহন করে।