সব ধরনের গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বকশিবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচি থেকে সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাঈল সম্রাট বলেন, ‘অবিলম্বে গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে।’
তিনি বলেন, ‘গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দেশের শিক্ষার্থী ও তাদের পরিবারের মাথায় বাড়তি বোঝা চাপানো হয়েছে। যে পরিবারে একাধিক শিক্ষার্থী বা সন্তান রয়েছে, তাদের বাবা-মা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ, টিফিন খরচ, যাতায়াত ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন।’ বাস্তবতা বুঝে সরকারকে দ্রুত শিক্ষার্থীদের হাফভাড়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এই শিক্ষার্থী দাবি করেন, ‘গণপরিবহনে ছাত্রী ও নারীদের যৌন হয়রানি বন্ধ করতে হবে। তাদের নিরপদ যাত্রা নিশ্চিত করতে হবে।’