দিনাজপুরে যুবকদের নেতৃত্ব বিকাশ, যুব ও ভূমি ইস্যু, প্রচার ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা, অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সক্ষমতা উন্নয়নে গ্রামীণ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বুধবার চিরিরবন্দর উপজেলার করেন্টহাট ডিগ্রী কলেজের হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর সহযোগিতায় গ্রামীণ জনযুব সংহতির উদ্যোগে গ্রামীণ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ফোরামের সভাপতি রুপালী রানী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারেন্টহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জালাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মোঃ খলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী লিতুস কুবি। যুব সমাবেশে ধারণাপত্র পাঠ করেন যুব নেতা লিটন সরকার। যুবকদের সমস্যা নিয়ে আলোচনা করেন মোঃ শামীম, সিডিএ’র ফিল্ড কমিটর মোছাঃ শামীমা বেগম। শভেচ্ছা বক্তব্য রাখেন পার্বতীপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ নাজিমুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ চিরিরবন্দর ইউনিট ম্যানেজার মোঃ আবু তালেব। বক্তারা বলেন, বর্তমান দেশের এক তৃতীয়াংশ যুবক এর মধ্যে ১৫-২০ ভাগ যুব বেকার। আমাদের দেশে বিপুল পরিমাণ গ্রামীণ যুবকদের দক্ষতা ও উন্নয়ন মূলক কর্মমুখী শিক্ষায় অভিগম্যতা খুবই সীমিত। সম্পদের মালিকানায় যুবরা নেই বললেই চলে। ভূমিতে এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়াতে যুবদের অংশগ্রহণ আরও কম। অপ্রাসঙ্গিক ও অপ্রয়োগিক শিক্ষা কারিকুলাম ও অন্যান্য অবস্থার প্রেক্ষিতে গ্রামীণ যুবরা ডি-স্কিলিং হয়ে যাচ্ছে, যা বেকারত্বের অন্যতম কারন। সমাবেশ শেষে যুব নেতৃবৃন্দরা যুব সমাজকে রক্ষার জন্য ১৪ দফা দাবী নিয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।