বরিশালের বানারীপাড়ায় ঝি’র কাজ করা অসহায় নারীর আর্থিক সংস্থা জাগরণ চক্র ফাউন্ডেশনের চেক ডিজঅনার মামলায় দুধের বাচ্চা রেখে ছয়দিন কারাবাসের খবর পাওয়াগেছে। জানাগেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের প্রতিবন্ধি মোঃ রফিক হাওলাদারের স্ত্রী বাড়ী বাড়ী ঝি’র কাজ করা পারভীন বেগম আর্থিক সংস্থা জাগরণ চক্র ফাউন্ডেশন থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চল্লিশ হাজার টাকা লোন নেয়।ভাগ্যের পরিহাসে ওই বছর বিশ্বে মহামারি করোনার বিস্তারে বাংলাদেশে প্রভাব পড়ায় ঝি’র কাজ করা পারভীন কর্মহীন হয়ে পড়ে।কিছু টাকা পরিশোধ করে প্রতিবন্ধি স্বামীর সংসারের ঘানি টানতে গিয়ে কিস্তি খেলাপী হয়ে পড়েন অসহায় পারভীন।একপর্যায় করোনা প্রভাবে সরকার ঘোষিত আর্থিক সংস্থার লেনদেন সাভাবিক করে দেয়ায় ক্ষনিকের জন্য কিস্তি থেকে মুক্তি পায়। করোনার প্রভাব কমে আসায় দুই বছরের দুধের সন্তানকে বাড়ীতে রেখে প্রতিবন্ধি স্বামী ও সন্তানদের মুখে খাবার দিতে কয়েকটি বাসায় কাজ শুরু কওে পারভীন।এ অবস্থায় গত ১৮ নভেম্বর এক বাসায় কাজ করা অবস্থায় হঠাৎ পুলিশ এসে পারভীনকে থানায় নিয়ে যায়।নির্বাক অসহায় পারভীন পরে জানতে পারেন জাগরণ চক্র ফাউন্ডেশন তার বিরুদ্ধে মামলা দিয়েছে।পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।ওই দিকে পারভীনের দুই বছরের দুধের বাচ্চা নানীর কোলে খাবারের জন্য অস্থির হয়ে আছে।একে একে ছয়দিন কারাবাসের পর গত মঙ্গলবার পারভীনের জামিনে মুক্তি হয়। মর্মান্তিক হলেও সত্য যে অভিশপ্ত লোনের দায়ে অসহায় মায়ের হাজতবাস অপর দিকে নিস্পাপ শিশুর উপবাস।