কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার বুড়িচংয়ের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উন্নয়নশীল জাতের বীজ সরবরাহের মাধ্যমে ক্ষুদ্র উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ অনুষ্ঠান ২৫ ন নভেম্বর বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার। উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া তাসমিন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখীল চন্দ্র শীল, উপসহকারি কৃষি কর্মকর্তা আ: জলিল, ষোলনল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহআলম, বাকশীমূল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা, মোকাম ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মুন্সী, ভারেল্লা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান রব, ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. শাহকামালসহ অন্যান্য সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।