শেরপুর সদর উপজেলার কুসুমহাটিতে অবস্থিত জমসেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজে সভাপতি হিসেবে পুনঃবহাল মিনহাজ উদ্দিন মিনাল। রোববার ২৮ নভেম্বর এক রিটের বিরুদ্ধে এই আদেশ দেন উচ্চ আদালত। মিনালের সভাপতি থাকার বিষয়ে বৈধতা যাচাইয়ে রিট করেন ওই কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা। এবিষয়ে জমসেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজে সভাপতি হিসেবে পুনঃবহাল থাকায় মিনহাজ উদ্দিন মিনাল বলেন, আমি এই কলেজ অনেক স্বপ্ন ও সাধনা নিয়ে স্থাপন করেছিলাম। কিন্তু বিগত ২০১০ সালে আমি এমন এক অযোগ্য লোককে কলেজ অধ্যক্ষের আসনে বসিয়েছিলাম। তিনি সেটার যোগ্য নন। শহিদুল ইসলাম রেজা অধ্যক্ষের আসনে বসার পর থেকেই নানা দূর্নীতিতে জড়িয়ে পরেন। মিনহাজ উদ্দিন মিনাল আরও বলেন, কলেজ প্রতিষ্টার পর আমি সকল ছাত্র ছাত্রীদের কথা দিয়েছিলাম তাদের কোন বেতন নিব না। কিন্তু অধ্যক্ষ রেজা ছাত্র ছাত্রীদের বেতন নিয়ে আমার গলায় ছুরি বসিয়েছেন। শুধু তাই নয় অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা আমার সাক্ষর জাল করে নিয়ম বহির্ভূত ভাবে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। গত অক্টোবর মাসের ২৭ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আমাকে সভাপতি হিসেবে অনুমতি প্রদান করে। কিন্তু ওই দূর্নীতিবাজ অধ্যক্ষ রেজা সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে। কারন আমি এই কলেজে সভাপতি হিসেবে থাকলে সে লোটাপাট ও অনিয়ম করতে পারবে না। এই কলেজের অনেক শিক্ষক গোপনে অধ্যক্ষ রেজার সাথে গোপনে আঁতাত করেন। তাদের দৃঢ়কন্ডে বলতে চাই সময় থাকতে সাবধান হোন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা জমসেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার বিরুদ্ধে স্লোগান দিয়ে তার নানা অনিয়ম ও দূর্নীতির কথা তুলে ধরে। এব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ রেজার বক্তব্য নিতে গেলে তার তালাবদ্ধ পাওয়া যায়।