নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার উদ্যেগে মজ্ঞলবার সকাল ১০ ঘটিকা হতে বসুরহাট জিরো পয়েন্ট বঙ্গবন্ধু চত্ত্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবসে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। এতে নানান কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে দিনের কার্যক্রম শুরু করেন। কোম্পানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধারণ করতে “বীর৭১ স্মৃতিস্তম্ভ’র” ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়।মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক সচেতন নাগরিকদের নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী র?্যালী করা হয় সকাল সাড়ে ১০ঘটিকায়।একাত্তরের রণাঙ্গণে বিশেষ অবদানের জন্য ৭জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর৭১’ সম্মাননা (স্বর্ণপদক) প্রদান করে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মুক্তিযোদ্ধা সমাবেশ শেষে সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে উপহার প্রদান ও দুপুরে মুক্তিযোদ্ধাদের ও তাঁদের পরিবারবর্গের মধ্যাহ্নভোজন আয়োজন করেন বসুরহাট পৌরসভার পক্ষ হতে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠান শেষ হয়। মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হোক প্রজন্ম। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর নোয়াখালী সহ কোম্পানীগঞ্জ শত্রু মুক্ত হয়। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ এমন ব্যক্ত করেন আলোচনার আলোচকগন।আলোচনায় উপস্থিত ছিলেন প্রশাসনিক, রাজনৈতিক সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সামাজিক বিভিন্ন পেশাজীবি সংগঠন নেতৃবৃন্দ সহ প্রমুখ।