বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

নওগাঁর রাণীনগরে অন্ধকারাচ্ছন্ন সড়ক আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপন

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নওগাঁর রাণীনগরের প্রধান প্রধান সড়ক আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে উপজেলার নওগাঁ-রাণীনগর-আত্রাই সড়কের হাসপাতাল মোড় থেকে নগর ব্রিজ সংলগ্ন এবং উপজেলা বাসস্ট্যান্ড থেকে রেলগেইট পর্যন্ত সড়ক সন্ধ্যার পর থেকে সোলারের আলোয় আলোকিত হচ্ছে। দিন শেষে যখন আলো প্রয়োজন হয় তখন স্বয়ংক্রিয় ভাবে এই লাইট জ্বলে ওঠে বলে সুইচ টিপে আলো জ্বালিয়ে দেওয়ার ঝামেলা নেই। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রধান প্রধান সড়ক আলোকিত করার লক্ষ্যে জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে নওগাঁ-রাণীনগর-আত্রাই সড়কের বিভিন্ন স্থানে ৮০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। চলতি বছর ৫০লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির সার্বিক ত্বত্তাবধানে রয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। পর্যায়ক্রমিক ভাবে উপজেলার প্রধান প্রধান সড়কের পুরো অংশেই সোলার লাইট স্থাপন করা হবে বলে সূত্রে জানা গেছে। সম্প্রতি লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। উপজেলা প্রকৌশলী শাহ মো. শহীদুল হক বলেন বর্তমান সরকারের অঙ্গিকার ছিলো শহরের সুবিধা গ্রামে পৌছে দেওয়া। নবায়নযোগ্য বিদ্যুৎ সুবিধা তার মধ্যে অন্যতম। বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় গ্রীন হাউজ গ্যাস নিরসন কমানোর লক্ষে সরকার সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলাতে এই প্রকল্প শুরু করা হয়েছে। পরবর্তিতে শুধু প্রধান সড়কই নয় গ্রামের প্রতিটি রাস্তাতেও এই সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেন যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সুবিধা একটি অবহেলিত অঞ্চলকে সবদিক দিয়ে চাঙ্গা করে তোলে। তাই সরকার তার নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন করার লক্ষ্যে নবায়নযোগ্য সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রতি জোর দিয়েছে। তাই বিশ্বের বিভিন্ন দাতা দেশগুলোর সহযোগিতায় পুরো দেশেই সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। বিশেষ করে মফস্বল ও গ্রাম পর্যায়ের সড়ক ও রাস্তাগুলোতে এই লাইটগুলো স্থাপন করা হচ্ছে। এতে করে স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল। বদলে যাচ্ছে দেশের দৃশ্যপট। যতদিন পুরো দেশ আলোকিত না হচ্ছে ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com