ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানি। মেদুয়ারী ইউনিয়নবাসীর ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দিচ্ছেন। স্মার্টকার্ড বিতরণ প্রথম শুরু করে ১.২.৩ নং ওয়ার্ডে শুক্রবার (০২ ডিসেম্বর) মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজান সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বাজার এলাকায়। সকাল (৯ টা থেকে সাড়াদিনব্যাপী এ বিতরণ কার্যক্রম চলে। এভাবেই পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। একজন নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিয়ে মেদুয়ারী ইউনিয়নবাসীর নাগরিকদের মাঝে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানি। স্মার্ট কার্ড বিতরণ তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা এলেক্ট্রনিক ক্যাম লিডার সেলিম সাহেব। বিতরণ শুরুতে মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানীর বক্তব্যে বলেন, এ স্মার্টকার্ড দিয়ে যেসব সেবাগ্রহণ করা যাবে তার মধ্যে সঠিক নাগরিক শনাক্তকরণ, সঠিক ব্যক্তির সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করা, আঙ্গলে ছাপের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন সুবিধা, আয়করদাতা শনাক্ত নাম্বার (টিআইএন) প্রাপ্তি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টপ্রাপ্তি, চাকরির জন্য, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ব্যাংক হিসাব খোলা ও ঋণ প্রাপ্তি, সরকারি ভাতা উত্তোলন, সরকারি ভর্তুকি ও সহায়তা প্রাপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানেভর্তিসহ বহুবিধি কাজে সুবিধা পাওয়া যাবে। স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রের বৈশিষ্ট্য ৩ স্তরে ২৫টির অধিক নিরাপত্তা সম্বলিত, দীর্ঘস্থায়ী ও টেকসই, সহজেই নকল করা সম্ভব নয়, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চালানো সম্ভব।