দেশের শিশু-কিশোর মেয়েদের বাল্য বিবাহ নিরোধ কল্পে জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন জোড়দার বিষয়ক গলাচিপা উপজেলা হল রুমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুপার, ঈমাম, জন প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে দিন ব্যাপি এক অরিয়েন্টেসন সভা অনষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলে উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের প্রধান উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ প্রধান অতিথি হিসাবে সভায় বক্তাব্য রাখেন সভার অনুষানের মাধ্যে বক্তব্য রাখেন গলাচিপা সরকারী মডেল মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন, গার্লস মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: হালিম, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালকের ভূমিকা পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মস্তফা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: অলিউল ইসলাম, কৃষি অফিসার অরজু আক্তার, ও প্রেস ক্লাব সভাপতি মু. খালেদ হোসেন মিলটন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দেশকে উন্নত করতে হলে আমাদের পরিবার পরিজন সমাজ থেকে সকল কে এই বাল্য বিবাহ রোধ কল্পে সকলকে কাজ করতে হবে। কনসার্নডউইমেন কর ফ্যামিলী ডেভেলমেন্ট (সিডব্লুএফডি) বাস্তবায়নে এবং আন্তর্যাতিক জাতিসংঘের জনসংক্ষের তহবিল (ইউ এন এফ পি) সহযোগীতায় বাল্য বিবাহ বিরোধ কল্পে বিভিন্ন সামাজিক ও প্রতিষ্টানিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ সুধি বৃন্দুরা উপস্থিত ছিলেন।