বরিশালে ছয় বছরেও শেষ হয়নি বরিশাল সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ। এরফলে সিটি সুপার মার্কেটের মূল লক্ষ্য নগরবাসীকে বানিজ্যিক সেবাদান বিপর্যস্থ হয়ে পরেছে। ২০১৫ সালের ২৬ এপ্রিল নগরবাসীকে বানিজ্যিক ভাবে সেবাদানের লক্ষ্যে সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়। ৭ তলা ভবনে প্রতি ফ্লরে ১৯টি করে মোট ১৩৩টি স্টল নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করে। কাজটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান নুশরাত বিল্ডার্স। প্রথমে নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছিল ১৭ কোটি টাকা। এরপর আরও ৫ কোটি টাকা বারানো হয়। ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজের শেষ করার কথা ২০১৭ সালে। কিন্তু ৬ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বরিশালবাসীর জন্য ৭তলা বিশিষ্ট ভবন সিটি সুপার মার্কেট এটাই প্রথম। বহুতল ভবন বিশিষ্ট সিটি সুপার মার্কেট নির্মিত হলে নগরবাসী এর সুফল ভোগ করতে পারবে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ রেখেছেন। গত ৬ বছরে মাত্র ৪ তলার কাজ শেষ করেছেন। এদিকে নির্মাণ কাজ শেষ না হওয়ায় পুরাতন বিল্ডিং এর ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পুরাতন ভবনের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আজ ১১/১২ বছর ধরে সিটি সুপার মার্কেটে একটি স্টল পাওয়ার জন্য অপেক্ষা রয়েছি। কবে যে নির্মাণ কাজ শেষ হবে তা কেউ বলতে পারে না। ওই পুরাতন ভবনের প্রায় ১৫ জন ব্যবসায়ী আজ নিঃস্ব। সিটি সুপার মার্কেটে স্টল না পেয়ে পেসিফিক সার্ভিস সেন্টারের মালিক নান্টু নিজের বসত বাড়ি পর্যন্ত বিক্রি করেছেন। একইভাবে আজ নিঃস্ব সোবাহান হোমিও হলের মোসাদ্দেক আলী, মলি ট্রেডার্সের মোঃ ফারুক হোসেনসহ ১৫ ব্যবসায়ী। বরিশাল সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, নুশরাত বিল্ডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ ফেলে রেখেছেন ফলে এখানে রিটেন্ডার আহবান করা হবে।