বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
দাউদকান্দিতে ১৭ বছরেও পাকা হয়নি ইউনিয়ন পরিষদের রাস্তা: সেবা নিতে আসা মানুষের চরম দুর্ভোগ রংপুরে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সংক্রান্ত সচেতনতা মুলক সভা শ্রীমঙ্গলে লোকালয় থেকে রেসাস বানর উদ্ধার আওয়ামীল লীগ ক্যাডার নজরুল সিন্টিকেটের দখলে ৩০ একর বনভূমি দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গলাচিপায় নবাগত উপজেলা প্রশাসনের সাথে রাজনৈতিক দলের মতবিনিময় সভা বাউফলে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার ও অনিয়মের অভিযোগ কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা পিরোজপুরে দুই ক্ষুদে হাফেজকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক

জামালপুরে এসপি নাসির উদ্দিন আহমেদের প্রত্যাহারে দাবীর ৫ম দিনে সাংবাদিকদের নির্বাক প্রতিবাদ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

জামালপুরে এসপি নাছির উদ্দীন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে নির্বাক প্রতিবাদ সমাবেশ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকির ঘটনায় টানা আন্দোলনের ৫ম দিনে বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে এ নির্বাক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জামালপুর প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, জামালপুর রিপোর্টার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর শাখা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।নির্বাক প্রতিবাদ সমাবেশের পর আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল বলেন, জুয়া খেলার জন্য পুনাকের এই মেলার আয়োজন করেছে পুলিশ প্রশাসন। এ মেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও চেম্বার অব কমার্সের অনুমতি না মিললেও মেলার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা সাংবাদিকরা নীতিগত কারণেই জুয়া খেলার উদ্দেশ্যে আয়োজিত এ মেলাকে সমর্থন করতে পারিনা। অবিলম্বে এ মেলা বন্ধ করে পুলিশ সুপারকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ব এখন করোনার ওমিক্রন ভয়াবহতার মুখোমুখি। করোনা ভাইরাসের নতুন এই ভেরিয়েন্ট থেকে বাঁচতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যাবশ্যক। পুনাক মেলা চললে করোনার এই ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া এখন চলছে এসএসসি পরীক্ষাও। তাই মেলা চললে সবদিক দিয়েই ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তিনি সাংবাদিকদের নিয়ে শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের জন্য পুলিশ সুপারের দ্রুত প্রত্যাহারের দাবি জানান। প্রসঙ্গত, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের মেলা প্রাঙ্গণে ডাকেন ওই পুলিশ সুপার। তার ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে পিটিয়ে চামড়া তুলে নেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন। তারপর থেকেই আন্দোলনে নামেন জেলার কর্মরত সাংবাদিকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com