মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

অসময়ের বৃষ্টিতে মাথায় হাত মিরসরাইয়ের কৃষকদের

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয় একদিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে পাকা আমন ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। এতে করে জমিতে পাকা আমন ধান, জমিতে কেটে রাখা ও বাড়ির উঠানে রাখা ধানের স্তুপ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে লোকসানে পড়তে হবে এখানকার কৃষকদের। এছাড়া শীতকালিন সবজি ক্ষেতেও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। গত শনিবার থেকে টানা বৃষ্টিতে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বৃষ্টি আর শীতের কারণে আটকা পড়ায় অনেককেই কিছুটা বিলম্বে কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে অধিকাংশ শিক্ষার্থী। সরেজমিনে উপজেলার গুরুতপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, অফিস-কর্মস্থলে যেতে কর্মজীবী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না মানুষ। এমন বৈরী আবহাওয়ার সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নি¤œ আয়ের মানুষের। মিরসরাই সদরের কাশেম শপিং সেন্টারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দোকানে ক্রেতা নেই বললেই চলে। উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাজু বলেন, গত দুইদিনের টানা বৃষ্টিতে আমরা শেষ। প্রায় দেড় কানি (১৮০ শতক) জমির পাকা আমন ধান নষ্ট হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আনতে কিছু ধান কেটে জমিতে রাখা ছিল, আবার কিছু ধান এখনও কাটা হয়নি। ওয়াহেদপুর এলাকার কৃষক জহির উদ্দিন বলেন, আমি সোমবার ধান কাটার জন্য শ্রমিকও ঠিক করেছি। কিন্তু বৃষ্টির কারণে ধান কাটা শুরু করতে পারিনি। জমিতে বৃষ্টির পানি জমে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের জমি পরিদর্শন করে দেখা যায়, কোন কোন জমিতে পাকা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। আবার কোন কোন জমিতে কাটা ধান পানিতে ভাসছে। এ অবস্থায় বৃষ্টি বন্ধ না হলে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হবে। জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এ বছর ২১ হাজার ৭শ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। চলতি বছর ১১’শ হেক্টর জমিতে শীতকালীন সবজীর চাষ করা হচ্ছে। মিরসরাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মো. নুরুল আলম বলেন, অনাকাঙ্খিত বৃষ্টিতে পাকা আমন ধানের কিছুটা ক্ষতি হতে পারে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৫ ভাগ ধান কাটা হয়েছে। তবে বৃষ্টি বন্ধ হয়ে গেলে পানি নিস্কাশন হয়ে ক্ষতি কিছুটা কম হতে পারে। এছাড়া শীতকালিন সবজির ক্ষতির তেমন আশঙ্কা নেই। এখনও যে সব জমিতে লাগানো বীজ থেকে চারা গজায়নি সেগুলোর ক্ষতি হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com