বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

বিপিন রাওয়াত এর মৃত্যুরহস্য ঘনীভূত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এর চপার দুর্ঘটনায় মৃত্যু রহস্য যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। তদন্তে উঠে আসছে নানা চমকপ্রদ তথ্য। বিপিন রাওয়াত এর চপার যে আকাশপথে উড়েছিল সেই পথ ধরে কি কোনও রেকি হয়েছিল? ভারতীয় বিমান বাহিনী বলছে সালুর এয়ারবেস থেকে দুটি ছোট চপার এই যাত্রাপথের রেকি করেছিল। যেখানে বিপিন রাওয়াত এর ভাষণ দিতে যাওয়ার কথা ছিল সেই মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার বলছে, এই রকম কোনও রেকির কথা তাদের জানা নেই। সালুর এয়ারবেস থেকে কোনও চপার তাদের এয়ারস্ট্রিপ এ নামেনি।
তাহলে প্রশ্ন উঠে- দুটি চপার কি শুধু পর্যবেক্ষণ বা রেকি করে মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারের এয়ারস্ট্রিপ এ না নেমেই ফিরে যায়? নিয়মমাফিক এই রেকি চপার এর এয়ারস্ট্রিপ এ নামা উচিত ছিল, ল্যান্ডিং ব্যবস্থা সঠিক কিনা তা দেখার জন্যে। তাহলে কি রাওয়াত এর যাত্রাপথে অদৌ কোনও রেকি হয়েছিল? ভারতীয় বিমান বাহিনীর এক অবসরপ্রাপ্ত অফিসার বলেন, কেবলমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আকাশপথের রেকি করা হয়। তাঁরা কোনও পথে আকাশে চপার ব্যবহার করলে সফরের ঠিক আগে চারটি চপার পাঠিয়ে আবহাওয়া এবং অন্য ব্যবস্থা ত্রুটিমুক্ত আছে কিনা তা রেকির মাধ্যমে জেনে নেওয়া হয়। কিন্তু সেনাবাহিনীর কোনও অফিসার এর জন্যেই রেকি করা হয় না। বিপিন রাওয়াত এর যাত্রাপথের রেকি নিয়ে প্রশ্ন উঠে গেল এই পরস্পরবিরোধী তথ্যের ফলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com