বেগম রোকেয়া দিবসে অসহায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে হাঁস বিতরন করেছেন গরীবের ডাক্তার খ্যাত ডা.শারমিন রহমান অমি। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় ও মোবারক মহল্লায় ৫০ জন উপকারভোগীদের মাঝে ৫০ টি ডিম দেওয়া হাঁস তুলে দেন তিনি। এসময় সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা.শারমিন রহমান অমি। অসহায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁস বিতরন অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে পরিবার পরিকল্পনা পরিদর্শক (পৌরসভা) জাকির হোসেন লিটু, পরিবার পরিকল্পনা পরিদর্শক (গাজিরখামার ইউপি) মোঃ শরীফ উদ্দিন, সাংবাদিক নাঈম ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডা.শারমিন রহমান অমি বলেন, আমি সবসময় সমাজের হতদরিদ্র অসহায়দের জন্য কাজ করার চেষ্টা করি। এজন্য আমার বেতনের বেশীরভাগ টাকায় গরীবের জন্য বিলিয়ে দেই। এবিষয়ে আমাকে উৎসাহ প্রদান করেন আমার বাবা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। আজ বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরনের অগ্রদুত। তাই উনার প্রতি শ্রদ্ধা রেখে অসহায় নারীদের আন্তনির্ভরশীল করতে আজ অন্যরকমভাবে কর্মসূচি হাতে নিয়েছি। যারই ধারাবাহিকতায় আজ ৫০ জন উপকারভোগীর মধ্যে ৫০ টি ডিম দেওয়া হাঁস বিতরন করলাম। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেন আগামী দিনগুলোতেও আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি।