“অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশালে “জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ” পালিত হয়েছে। আজ রোববার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে “জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২১” পালিত হয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ প্রতিষ্ঠানকে সর্ব্বোচ ভ্যাট প্রদানকারী ব্যক্তিকে সন্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল, বিশেষ অতিথি ছিলেন বরিশাল কর অঞ্চল কর কমিশনার মোহাম্মদ মোস্তফা, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অতিরিক্ত কমিশনার মোঃ তাসনিমুর রহমান ও বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু। সর্ব্বোচ ভ্যাট প্রদানকারী ৬ প্রতিষ্ঠান হল, বরিশাল ‘অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস’ ও ‘নাজেম রেস্তোরা’, ঝালকাঠি ‘সাবিহা কেমিক্যাল ওয়ার্কস’, পটুয়াখালী ‘বায়োজেন ফার্মাসিউটিক্যালস’, ভোলা ‘শেলটেক সিরামিকস লিমিটেড’ ও বরগুনা ‘মেসার্স রাব্বানী স্টোর’। এ সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তারা অতিথিবৃন্দদের কাছ থেকে সন্মাননা ও সনদপত্র গ্রহণ করেছেন। অতিথিরা বলেন, মহান স্বাধীনতার অর্থ বছরে আমাদের প্রিয় স্বদেশ মাত্র ১৬৬.৩০ কোটি টাকার রাজস্ব আহরণ দিয়ে যাত্রা শুরু করেছিল। এর ৫০ বছর পর, অর্থাৎ সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থ বছরে কোভিড-১৯ এর মত বৈশ্বিক অতিমারি সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড ২ লাখ ৬২ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। প্রধানমন্ত্রী ২০০৯ সালে ২য় দফায় যখন দেশের হাল ধরেছিলেন, তখন জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণের পরিমান ছিল মাত্র ৬২ হাজার ৪২ কোটি টাকা। এক যুগের ব্যবধানে ১২ বছরে তাঁর যোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩২২%। জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে ইএফডি মেশিন সরবরাহ করেছে। যার প্রভাব রাজস্ব আহরণের ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। আগামী বছরের মধ্যে সারাদেশে সকল পর্যায়ের ব্যবসায়ীগনের অনুকূলে ইএফডি মেশিন সরবরাহ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সরকার ঘোষিত রুপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে রাজস্ব সুরক্ষার স্বার্থে সকল ব্যবসায়ীদের ভ্যাট চালান ইস্যু, ইএফডি ব্যবহার, অনলাইনে নিবন্ধন গ্রহন, নিয়মিত অনলাইনে দাখিলপত্র প্রদানসহ সভায় বক্তারা ভ্যাট ফাঁকি রোধে তথ্য উপাত্ত পর্যালোচনা করে কার্যকর ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে কাজ করার জন্য সম্মিলিতভাবে আহবান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।